Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ , ১৭ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 2.6/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১০-২০১১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিত্সক-প্রকৌশলী দম্পতি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিত্সক-প্রকৌশলী দম্পতি নিহত
গাজীপুর সদর উপজেলার টেক নগরপাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন?বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সক নাহিদ রুকসানা (৩২) ও তাঁর স্বামী প্রকৌশলী মনোয়ার হোসেন (৩৮)। আহত হয়েছেন শিশুপুত্র নুহাদ (৪), গাড়ির চালক মুরাদ (৪০) ও গৃহকর্মী কাঁকন (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে কারে থাকা রুকসানা ও তাঁর স্বামী মানোয়ার ঘটনাস্থলেই মারা যান। আহত হন গাড়িতে থাকা ওই তিনজন। আহতদের মধ্যে চালক মুরাদকে ঢাকার পঙ্গু হাসপাতালে আর অন্য দুজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালককে গাড়ির পেছনে বসিয়ে মনোয়ার নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে