Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ , ২৩ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (60 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৭-২০১৯

স্পেনে জাকজমক পিঠা উৎসব অনুষ্ঠিত 

সাহাদুল সুহেদ


স্পেনে জাকজমক পিঠা উৎসব অনুষ্ঠিত 

মাদ্রিদ, ১৭ জানুয়ারি- স্পেনের মাদ্রিদে বাঙালি অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদের একটি হলরুমে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এ পিঠা উৎসবের আয়োজন করে। আবহমান বাংলার ঐতিহ্যময় এ পিঠাপুলির আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পিঠা উৎসবে ভাঁপা, চিতুই, পাটিসাপটা, পুডিং, নকশা পিঠাসহ নানা স্বাদের পিঠা প্রদর্শন করা হয়। পিঠা উৎসবের তত্ত্বাবধায়নে ছিলেন তানিয়া সুলতানা ঝর্ণা, লোনা আলম, জান্নাত শিউলি, নিগার সুলতানা, শিউলি, শাহেদা আক্তার লাকি।

ভালিয়েন্তে বাংলার এ  পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এরিক হেরনান্দো, কাসিনো মাদ্রিদ এর বাণিজ্যিক পরিচালক বেগোনিয়া সাগারনা, রেড ইন্টার লাভাপিয়েস এর সভাপতি পেপা তররেস। বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার, সদস্য সচিব দুলাল সাফা, প্রাক্তন সভাপতি আল মামুন, জামাল উদ্দিন মনির, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কী, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি লুৎফুর রহমান, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আল আমিন মিয়া প্রমূখ।

ভালিয়েন্তে বাংলা সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক আফরোজা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, শাওন আহমেদ প্রমূখ। আয়োজক সংগঠনের সভাপতি ফজলে এলাহী বলেন, ভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্ম যাতে বাঙালি ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে পারে, সেজনই এমন আয়োজন।

এমএ/ ১০:২২/ ১৭ জানুয়ারি

স্পেন

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে