Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ , ৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৩-২০১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে : শেখ সেলিম


	প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে : শেখ সেলিম
মেঘনা(কুমিল্লা), ১৪ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক, নির্দলীয়, সর্বদলীয় বা কোন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন দেবে না আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে চান্দিনা পৌরসভা সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি একথা বলেন। 
ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি নেতারা বলছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাউকে দাওয়াত দিয়ে আগামী নির্বাচন হবে না। জনগণ নির্বাচন চায়, শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন। সামরিক শাসনের মধ্য দিয়ে তিনি সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকার যুদ্ধাপরাধী নিজামী ও মুজাহিদের গাড়ীতে পতাকা উড়ানোর সুযোগ করে দিয়ে জাতীয় পতাকার অবমাননা করেছে। হেফাজত ইস্যুতে তিনি বলেন, হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচীতে কোন লোক মারা যায়নি। ‘অধিকার’ নামের একটি মানবাধিকার সংগঠন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিএনপি, জামায়াত ও হেফাজত মানুষকে ভিভ্রান্ত করতে গণহত্যার অপপ্রচার চালাচ্ছে। প্রতিনিধি সভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, র.আ.ম উবাইদুল মুক্তাদির এম.পি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. হুমায়ুন মাহমুদ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূইয়া এম.পি, সরকারি প্রতিষ্ঠান সম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা এম.পি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাদল রায়, আওয়ামীলীগ এর সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ্ হারুন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. আইয়ুব আলী, হোমনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, দাউদকান্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবুল হাশেম সরকার, তিতাস উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মহসিন ভূইয়া, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শিরিন সুলতানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আশরাফুন নেছা মোশারফ এম.পি, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপন, তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, আওয়ামী লীগ নেতা রৌশন আলী মাষ্টার প্রমুখ।

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে