Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.5/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১৮-২০১৩

সিংড়ায় বেড়াবাড়ী গ্রামে ১২টি বাড়ি ভাংচুর ও লুটপাট : গুলিবিদ্ধ ১৫


	সিংড়ায় বেড়াবাড়ী গ্রামে ১২টি বাড়ি ভাংচুর ও লুটপাট : গুলিবিদ্ধ ১৫

সিংড়া (নাটোর), ১৮ সেপ্টেম্বর- নাটোরের সিংড়ার দূর্গম পল্লী  চলনবিলের বেড়াবাড়ী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর উপর প্রতিপক্ষের হামলায় ১৫ জন গুলিবিদ্ধ সহ প্রায় ৩০জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শাহাদৎ, দানেশ, আ. জলিল ও আ. মান্নান সহ ১২টি বাড়ী ভাংচুর, লুটপাট ও হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে নারী ও শিশুদের আত্মচিৎকার শুনা যায় এবং অনেকে জীবন বাঁচাতে পানিতে ঝাপ দিয়ে আত্বরক্ষার চেষ্টা করে। পরে পুলিশ প্রহরায় আহতদের গুরুদাসপুর ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের রামেক হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানান আহতদের পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল ৮টার দিকে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউলের নেতৃত্বে ৪-৫ টি নৌকায় সসস্ত্র অবস্থায় প্রতিপক্ষ আ. সামাদের লোকজনের বাড়ীতে হামলা চালায়। এসময় গ্রামবাসী প্রতিরোধের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে ১৫জন গুলিবিদ্ধ সহ প্রায় ৩০জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন, মৃত ওসমান আলী ছেলে আ. হাকিম (৩৫) , সৈয়দের ছেলে হাছান (২৫), বিপ্লবের ছেলে রিপন (২৩) , অফিল খন্দকারের ছেলে আবুল খন্দকার (৫৫), রহিদুলের ছেলে আ. রউফ (২৫), রহিদুলের ছেলে রেজাউল (২৮), অফিজ উদ্দিনের ছেলে রুবেল (১৮), বাবুর ছেলে সোহেল (১৫), আ. জলিলের ছেলে মঞ্জুর (৩৫), মনছুর রহমানের ছেলে বাবু (৩০), নফর উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৪৪), আনছারের ছেলে বিপ্লব (৩৫), আক্কাছের ছেলে শামীম (১৯), জলিলের ছেলে হামিদুল (২৪), জলিলের ছেলে হুমায়ন (২৩) ।
সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

নাটোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে