Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ , ২৬ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০১-২০১৩

সিলেটে খালেদার মহাসমাবেশকে ঘিরে তৎপর সুনামগঞ্জ বিএনপি


	সিলেটে খালেদার মহাসমাবেশকে ঘিরে তৎপর সুনামগঞ্জ বিএনপি

সুনামগঞ্জ, ০২ অক্টোবর- ৫ অক্টোবর সিলেটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মহাসমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোন্নয়ন প্রত্যাশীরা জমজমাট প্রচারণায় নেমেছেন। সিলেটে খালেদা জিয়ার মহাসমাবেশ ঘোষণার পর থেকে হাওর অধ্যুষিত সুনামগঞ্জের গ্রামে-গঞ্জে সরগরম প্রচারণায় নেমেছেন তারা। নিজ নিজ বলয়ে বড় বড় শোডাউন করে জানান দিচ্ছেন অপর গ্রুপকে। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে দলীয় মনোন্নয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির তথ্য ও গবেষণা স¤পাদক উমর ফারুক আল-হাদি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন চষে বেড়াচ্ছেন ৩টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার ও গ্রাম-গঞ্জের অলি-গলি। কিন্তু গত নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ডা. রফিক চৌধুরী বিদেশে থাকায় তার বলয়ের নেতাকর্মীরা রয়েছেন কিছুটা পিছিয়ে। সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী দলে এ আসনের অপ্রতিদ্বন্দ্বী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম জানান, দিরাই-শাল্লার প্রতিটি হাট-বাজারে সভা-সমাবেশ স¤পন্ন করা হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপি থেকে মানোনয়ন প্রত্যাশী জেলা বিএনিপর সহসভাপতি কর্নেল (অব.) আলী আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম স¤পাদক ফারুক আহমদ এবং অপর সহসভাপতি জসিম উদ্দিন শামীম ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর) আসনে সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আসপিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান গ্রুপ প্রচারণা চালাচ্ছে। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া জানান, সিলেটে নেত্রীর মহাসমাবেশকে কেন্দ্র করে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় প্রচারণায় ব্যস্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যাতে করে সুনামগঞ্জ থেকে বিপুল সংখ্যক কর্মী   সমর্থক নিয়ে সমাবেশকে সফল করা যায় সে লক্ষে তারা কাজ করে যাচ্ছেন। এদিকে, দেওয়ান জয়নুল জাকেরীন জানান, ইতোমধ্যে তিনি তার নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিটি ইউনিয়ন এবং হাট-বাজারে পথসভা ও সমাবেশ করেছেন ৫ অক্টোবরের সিলেটের মহাসমাবেশ সফল করার লক্ষে। অপরদিকে, গিলমান গ্রুপের অন্যতম নেতা জেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক ও সাবেক ছাত্রনেতা আবুল মুনসুর মোহাম্মদ শওকত বললেন একই কথা। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জোড়কদমে প্রচারণায় নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ স¤পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী চষে বেড়াচ্ছেন এ আসনের প্রতিটি অলি-গলি। জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল জানান, জেলা ছাত্রদল সিলেটের মহাসমাবেশকে সফল করতে প্রতিদিন জেলার বিভিন্ন জায়গায় প্রচারণা মিছিল-সমাবেশ করছে। জেলা বিএনপির সাধারণ স¤পাদক কলিম উদ্দিন আহমদ মিলন জানান, সিলেটের মহাসমাবেশকে সফল করতে সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হকের সুনামগঞ্জস্থ বাসায় জেলা ১৮ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জোটের শরীক দলের জেলা নেতারা উপস্থিত ছিলেন।
 

সুনামগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে