Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৯ আগস্ট, ২০২০ , ২৫ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-০৪-২০১৯

বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালাল আটক

কামরুজ্জামান


বিআরটিএ অফিসে দুদকের অভিযান, ৩ দালাল আটক

চুয়াডাঙ্গা, ০৪ নভেম্বর - চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে হাতেনাতে আটক করা হয় তিনজন দালালকে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনদিন করে কারাদন্ড দেয়া হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুরে দুদুকের কুষ্টিয়া সার্কেলে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্তরা হলো, চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল (৪৯), মৃত ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) ও আশরাফুল হকের ছেলে ইমরান হক (২৯)। দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মোঃ জাকারিয়া জানান, প্রায় সময়ই দুদকের কাছে চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ পাওয়া যেত। সেই অভিযোগের উপর ভিত্তি করে দুদক বিআরটিএ অভিযান চালায়। এসময় সাধারন মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে হাতেনাতে আটক করে দুদক দল। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক হওয়া সবাইকে তিনদিন করে কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এ রায় প্রদান করা হয়। রায়ের পর দন্ডপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ০৪ নভেম্বর

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে