Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-২২-২০১৯

বান্দরবানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেল ৭টি বসতঘর

বান্দরবানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেল ৭টি বসতঘর

বান্দরবান, ২২ নভেম্বর - বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নে কাট্টলি চাকমা পাড়ার সাতটি বসতঘরে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১০টা দিকে সদর উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে কাট্টলি চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসীরা। কাট্টলি পাড়ার কারবারী (পাড়াপ্রধান) ধারজচন্দ্র চাকমা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পাড়ায় ‘একদল’ লোক আসে। হঠাৎ কয়েকটি ঘরে ভাঙচুর করে বসতঘরে আগুন দেয়া হয়। এতে সাত পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাড়াপ্রধান আরও জানান, একসময় ওই পাড়ায় ১১টি চাকমা পরিবার ছিল। কয়েক পরিবার অন্যত্র চলে যাওয়ায় এখন আট পরিবার বসবাস করত। ‘আগুনে নি:স্ব হয়ে পাশে আরেকটি চাকমা পাড়া কোলক্ষ্যংছড়া এলাকায় আশ্রয় নিয়েছি’ বলে জানান পাড়ার কারবারী ধারজচন্দ্র।

কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, এলাকাবাসীর মাধ্যমে ভোরে আগুন লাগার কথা শুনেছি। প্রশাসনকে জানানো হয়েছে। বান্দরবান সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, ঘটনা শুনেছি মাত্র। বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২২ নভেম্বর

বান্দরবান

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে