Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 2.0/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-০৯-২০১৩

বগুড়ায় হরতাল সমর্থক-পুলিশ সংঘর্ষ, আটক ১০


	বগুড়ায় হরতাল সমর্থক-পুলিশ সংঘর্ষ, আটক ১০
বগুড়া, ৯ নভেম্বর-  বগুড়ায় ১৮দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের সমর্থনে বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি দলটির। এসময় ১০জনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার বিকেল সোয়া ৪টায় শহরের সাতমাথা পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে।
 
১৮দলের সমাবেশ শেষে একটি মিছিল বের করলে মিছিল থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় কর্মীরা। এসময় একটি প্রাইভেটকারসহ ৩০টির মতো রিকশা-অটোরিকশায়ও ভাঙচুর চালানো হয়।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার শহরের এডওয়ার্ড পার্ক এলাকায় ১৮দলীয় জোটের সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন রাস্তা হয়ে সাতমাথা পয়েন্ট মোড়ে এলে ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। গাড়ি-অটোরিকশায় ভাঙচুর চালায়।
 
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়লে সংঘর্ষ বাধে। পুলিশ এসময় আটক করেছে ১০জনকে।
 
জেলা বিএনপির দাবি, এতে তাদের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
 
বগুড়ার ‍অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
 
তবে এলাকায় এখনও থেমে থেমে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। 

বগুড়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে