Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৮ মার্চ, ২০২০ , ১৪ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০২-২০২০

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে এবারের সুলতান মেলা

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে এবারের সুলতান মেলা

নড়াইল, ০৩ জানুয়ারি - নড়াইলে আগামি ১৫ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি সুলতান মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুলতান ফাউন্ডেশনের অয়োজনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১০ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সুলতান মেলায় স্থানীয় প্রায় ৩৫টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশগ্রহণ করবেন। মেলার সমাপনি দিনে দেশের প্রখ্যাত একজন চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সহকারী অধ্যাপক মলয় নন্দী, আব্দুর রশিদ মন্নু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম, ইমান আলী মিলনও প্রশান্ত সরকারসহ প্রমুখ।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ জানুয়ারি

নড়াইল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে