Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ , ১৮ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-০৭-২০২০

জোড়াসাঁকোয় হচ্ছে বাংলাদেশ গ্যালারি

জোড়াসাঁকোয় হচ্ছে বাংলাদেশ গ্যালারি

কলকাতা, ৭ ফেব্রুয়ারি- দুইদিনের সফরে পশ্চিমবঙ্গ যাচ্ছেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) থাকবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোতে।

সেখানে অবস্থিত ঠাকুরবাড়ি মিউজিয়ামে 'বাংলাদেশ গ্যালারি'র ভিত্তিপ্রস্তর করবেন তিনি। গ্যালারিটি ছয়মাস পর উন্মুক্ত করা সর্বসাধারনের জন্য।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-হাইকমিশনার তৌফিক হাসান এসব তথ্য জানান।

উল্লেখ্য, কবিগুরুর স্মৃতিবিজড়িত, শাহাজাদপুর, শিলাইদহ পতিসর, দক্ষিণডিহির মতো জায়গাগুলোর কিছু জিনিস মিউজিয়ামে স্থান পাবে। বিভিন্ন লেখা সূত্রে জানা যায়, শাহজাদপুরই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় জায়গা।

বাংলাদেশ গ্যালারি জন্য প্রাথমিকভাবে ৬৩ লাখ রুপি অর্থায়ন করবে বাংলাদেশ সরকার।

এদিকে রোববার (৯ ফেব্রুয়ারি) ৪৪তম অান্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গনে পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে 'জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন' শীষর্ক একটি সেমিনার হবে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের অগ্নিনির্বাপণ জরুরি পরিষেবা ও বনদপ্তর বিভাগের মন্ত্রী সুজিত বসু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংসদ সদস্য অসীম কুমার উকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখবেন উপদূতাবাস প্রধান তৌফিক হাসান।

এছাড়া ওইদিন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আরিফ হোসেন ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় জাদুঘর ট্রাস্টির সভাপতি শামসুজ্জামান খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দূতালায় প্রধান শেখ জামাল, প্রেস সচিব মোফাখখারুল ইকবাল, প্রথম সচিব (পলিটিক্যাল) শামীমা ইয়াসমিন স্মৃতি। সি জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের খুঁজছে পুলিশ। এ ছাড়া সৈকত সুস্থ হওয়ার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আর/০৮:১৪/০৭ ফেব্রুয়ারি

সাহিত্য সংবাদ

আরও সাহিত্য সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে