Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৩১ মে, ২০২০ , ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২০-২০২০

সরকারি খাল-নদী খননে বাধা, ছেলেসহ নারী ইউপি সদস্য গ্রেফতার

সরকারি খাল-নদী খননে বাধা, ছেলেসহ নারী ইউপি সদস্য গ্রেফতার

সাতক্ষীরা, ২০ ফেব্রুয়ারি - সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামালকাটিতে শালখালী খাল ও মরিচ্চাপ নদী পুনর্খননে বাধা, খনন কাজে নিয়োজিতদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় নারী ইউপি সদস্য মমতাজ খাতুন (৪২) ও তার ছেলে মহিউদ্দীনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কামালকাটি বাজার সংলঘ্ন শ্মশানঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মমতাজ খাতুন উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার ও কান্দুড়িয়া গ্রামের কাছেদ আলীর স্ত্রী।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, শালখালী খাল ও মরিচ্চাপ নদী পুনর্খননে বাধা, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি ও খনন কাজে নিয়োজিতদের ওপর হামলার অভিযোগে নারী ইউপি সদস্য ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফিরোজ তালুকদার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে আশাশুনি থানায় মামলা করেন।

তিনি বলেন, ওই মামলার আসামি নারী ইউপি সদস্য মমতাজ খাতুন ও তার ছেলে মহিউদ্দীন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ ফেব্রুয়ারি

সাতক্ষীরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে