Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২২-২০২০

আব্দুল্লাহ আল-মামুরের ‘লাল পরীটার সই’

আব্দুল্লাহ আল-মামুরের ‘লাল পরীটার সই’

ঢাকা, ২২ ফেব্রুয়ারি- অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ আল-মামুরের লেখা ছড়া-কবিতা বই ‘লাল পরীটার সই’। বইটি প্রকাশ করেছে পরিলেখ প্রকাশনী।

সাইফ আলির প্রচ্ছদ ও অলঙ্করণে সুসজ্জিত বইটি পাওয়া যাবে পরিলেখ প্রকাশনীর ৭১৩ নম্বর স্টলে। বইটিতে ২০টি শিশু-কিশোর উপযোগী ছড়া-কবিতা রয়েছে।

তিনি বলেন, ‘শিশু-সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো নীতিশিক্ষা। অর্থাৎ লেখাটি পড়ে যাতে কিছু শিক্ষণীয় বিষয় শিশুমনে স্থান পায়। একজন শিশু-সাহিত্যিককে মনে রাখতে হয় তার লেখা যেন শুধুই মনোরঞ্জক না হয়। পাশাপাশি শিক্ষণীয় দিকটাও যেন থাকে।’

এন কে / ২২ ফেব্রুয়ারি

সাহিত্য

আরও লেখা

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে