Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৫ জুন, ২০২০ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১২-২০২০

করোনায় স্থগিত রাবি ছায়া জাতিসংঘ সম্মেলন

করোনায় স্থগিত রাবি ছায়া জাতিসংঘ সম্মেলন

রাজশাহী, ১৩ মার্চ - করোনা ভাইরাস সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করায় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২০ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১৯ থেকে ২২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘ সম্মেলনের দিন ঠিক ছিল। এতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজসহ ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ এর অধিক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এটি সম্মিলিত অনুষ্ঠান। ছায়া জাতিসংঘ সংস্থায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে একমত হয়ে অনুষ্ঠানটি স্থগিত করল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই এ সম্মেলনের পরবর্তী নির্ধারিত সময়সূচি জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আজম শান্তনু সভাপতি সাকিব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নাদিয়া সারমিন ঋতু প্রমুখ।

সূত্র :  জাগো নিউজ
এন এইচ, ১৩ মার্চ

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে