Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-২৮-২০২০

কান ধরে ওঠবস করানো সেই এসি ল্যান্ডকে অব্যাহতি

কান ধরে ওঠবস করানো সেই এসি ল্যান্ডকে অব্যাহতি

যশোর, ২৮ মার্চ - বয়স্ক নাগরিকদের কান ধরে ওঠবস করানোর পাশাপাশি ছবি তোলার পর সমালোচনার জের ধরে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দৈনিক আমা‌দের সময়‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বয়স্ক নাগরিককে অপমান করায় যশোরের মনিরামপুরের এসি ল্যান্ডকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের অফিসে সংযুক্ত করা হয়েছে। অফিস খোলার পর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন।

গতকাল শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো এবং তাদের ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এসিল্যান্ড সাইয়েমা হাসানের প্রত্যক্ষ সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। ব্যাপক সমালোচনার মুখে আজ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

সুত্র : আমাদের সময়
এন এ/ ২৮ মার্চ

যশোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে