Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-০৮-২০২০

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা টুইটার সিইও-র

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা টুইটার সিইও-র

ওয়াশিংটন, ০৮ এপ্রিল - করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে গোটা বিশ্ব। প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি তো কি, নিজেদের মতো করে ভাইরাসের মোকাবিলায় সামিল হচ্ছেন সকলে। এই প্রেক্ষিতে যে যার মতো করে অনুদান দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালানোর জন্য সাহায্য করছেন তাদের সরকারকে। এই প্রেক্ষিতেই এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় অনুদান দিলেন টুইটার সিইও জ্যাক ডরসে। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে তিনি দান করলেন ১ বিলিয়ন ডলার।

টুইট করে নিজেই এই অনুদান সম্পর্কে সকলকে জানান জ্যাক। তিনি এও বলেন, যে টাকা তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে দান করছেন তা তাঁর মোট সম্পত্তির ২৮ শতাংশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুসারে, টুইটার সিইও জ্যাক ৩.৩ বিলিয়ন ডলারের মালিক। বিগত কয়েক বছর ধরে তিনি তাঁর চ্যারিটির তথ্য গোপন রেখে এসেছেন। এখন এই সংকটময় পরিবেশে আর কোন কিছুই গোপন রাখলেন না তিনি।

গত একদিনে প্রায় ২০০০ মৃত্যু দেখতে হয়েছে আমেরিকাকে। করোনাভাইরাসের বিরুদ্ধে যেন সম্পূর্ণ ভেঙে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রবল চাপে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন। এই প্রেক্ষিতে টুইটার সিইও জ্যাকের এতবড়ো অনুদান তাঁর দেশকে যে বিপুল ভাবে সাহায্য করতে চলেছে তাতে কোনও সন্দেহই নেই।

সুত্র : মহানগর ২৪x৭
এন এ/ ০৮ এপ্রিল

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে