Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ আগস্ট, ২০২০ , ৩০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-২৮-২০২০

সৌদিতে করোনায় আক্রান্ত আরও ১২৮৯ জন, ৮৪ শতাংশই প্রবাসী

সৌদিতে করোনায় আক্রান্ত আরও ১২৮৯ জন, ৮৪ শতাংশই প্রবাসী

রিয়াদ, ২৮ এপ্রিল - সৌদি আরবে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১১ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন ১৭৪ জন। ফলে দেশটিতে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩১ জনে। এখন পর্যন্ত দেশটিতে ১৪৪ জন মানুষ এ ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যার ৮৪ শতাংশ দেশটিতে অবস্থানরত বিভিন্নভাবে দেশের প্রবাসী নাগরিক। আর বাকি ১৬ শতাংশ সৌদি নাগরিক।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেশটির অন্যতম ব্যস্ততম বন্দর নগরী জেদ্দায়, ২৯৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে বিশ্ব মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কায়।

এদিকে সৌদি আরবে গত ২৬ এপ্রিল থেকে পবিত্র মক্কা নগরী ও ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন এলাকাসমূহ ছাড়া সৌদি আরবের সব অঞ্চলে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে পাঁচ জনের বেশি একত্র হওয়া যাবে না।

এন এইচ, ২৮ এপ্রিল

সৌদি আরব

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে