Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৫ জুন, ২০২০ , ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৩-২০২০

নিউইয়র্কে করোনায় ফজলুল হকের মৃত্যু

নিউইয়র্কে করোনায় ফজলুল হকের মৃত্যু

নিউইয়র্ক, ১৩ মে- নিউইয়র্কের বেলরোজ এলাকায় বসবাস করা প্রবাসী বাংলাদেশি এ কে এম ফজলুল হকের করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে। ৯ মে সকালে লং আইল্যান্ডের জুইশ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুম ফজলুল হক এল্মহার্স্ট হাসপাতালের চিকিৎসক তাহমিনা শিকদার রিমির দেবর। মাত্র দুই দিনের ব্যবধানে এই চিকিৎসকের দেবর ও তাঁর বাবার মৃত্যু হলো। ৭ মে তাহমিনা শিকদারের বাবা মোহাম্মদ শামসুল হকের মৃত্যু হয়। ১০ মে দুজনকেই নিউজার্সির মার্লবরো কবরস্থানে সমাহিত করা হয়।

এ কে এম ফজলুল হক বাংলাদেশে প্রিমিয়াম ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে ফজলুল হক নিউইয়র্কের বেলরোজ এলাকায় বসবাস করতেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এম এন  / ১৩ মে

যূক্তরাষ্ট্র

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে