Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ জুলাই, ২০২০ , ২১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৮-২০২০

শিল্প ও সেবা খাতের পুনঃঅর্থায়ন নিতে ১৪ ব্যাংকের চুক্তি

শিল্প ও সেবা খাতের পুনঃঅর্থায়ন নিতে ১৪ ব্যাংকের চুক্তি

ঢাকা, ১৮ মে- শিল্প ও সেবা খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা বাস্তবায়নের লক্ষ্যে ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে অর্থ নিতে বাংলাদেশ ব্যাংকের সাথে প্রথম দিন ১৪টি ব্যাংক চুক্তিবদ্ধ হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে অন্য ব্যাংকগুলোর সাথে চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম ও ব্যাংকগুলোর এমডিরা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তহবিল থেকে অর্থ নিতে স্বাক্ষরকারী ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানার সোনালী, অগ্রণী ও রূপালী, বেসরকারি খাতের ঢাকা, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, সাউথইস্ট, ইউনিয়ন, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, এনআরবি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল, ওয়ান, মার্কেন্টাইল এবং বিদেশি মালিকানার কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

জানা গেছে, চুক্তির আওতায় শিল্প ও সেবা খাতে ব্যাংকগুলো যে পরিমাণ ঋণ বিতরণ করবে সমপরিমাণ পুনঃঅর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। মাত্র ৪ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে এ পুনঃঅর্থায়ন নিতে পারবে ব্যাংকগুলো। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে চলতি মূলধন হিসেবে মাত্র সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। আর সরকার ভতুর্কি হিসেবে দেবে আরও সাড়ে ৪ শতাংশ। এর ফলে এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোর সুদ আয় হবে ৯ শতাংশ।

সূত্র : সমকাল
এম এন  / ১৮ মে

ব্যবসা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে