Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৪ জুলাই, ২০২০ , ২০ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-১৮-২০২০

'কভিড-১৯ জীবনযাপন ও কর্মপরিকল্পনায় বড় পরিবর্তন আনবে'

'কভিড-১৯ জীবনযাপন ও কর্মপরিকল্পনায় বড় পরিবর্তন আনবে'

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগের মধ্য দিয়েই চীনের সেনজেনে শুরু হলো তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম বৃহৎ আর্ন্তজাতিক সম্মেলন 'হুয়াওয়ে গ্লোবাল অ্যানালিস্ট সামিট (হাস-২০২০)'। 

সোমবার চীনের স্থানীয় সময় বিকেল ৪টায় এ সম্মেলনের উদ্বোধন করা হয়। কভিড-১৯ মহামারিজনিত পরিস্থিতির কারণে এবারের এই সম্মেলন হচ্ছে ভার্চুয়াল প্রযুক্তির ব্যবহার করে। অনলাইনে এটিই প্রথম এতো বড় মাপের আর্ন্তজাতিক সম্মেলন। চীনের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হুয়াওয়ে এই সম্মেলনের আয়োজক। 

সম্মেলনের উদ্বোধন করে হুয়াওয়ের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গুও পিং বলেন, 'কভিড-১৯ মহমারি পরিস্থিতি সামনের দিনগুলোতে জীবনযাপন ও কর্মপরিকল্পনায় বড় পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। সে দিকে লক্ষ্য রেখেই প্রযুক্তির আগামী দিনের উদ্ভাবনার কথা ভাবতে হচ্ছে। এই প্রেক্ষাপেটে বিশ্বের সবাইকে প্রতিযোগিতার ক্ষেত্রেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সবচেয়ে বেশি জোর দিতে হবে।' 

এবারের সম্মেলনে মহামারিজনিত পরিস্থিতিতে আগামীদিনের প্রযুক্তি বিশেষত ফাইভজি এবং এ সম্পর্কিত প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থার আরও দ্রুত রূপান্তরকেই বিষয়কেই মূল প্রতিপাদ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

 সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুও পিং বলেন, 'হুয়াওয়ের ক্ষেত্রে বিশ্বব্যাপী চিপ সরবরাহে যুক্তরাষ্ট্র তথা ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ স্বেচ্ছাচারিতা এবং এটি বিশ্বব্যাপী পুরো তথ্যপ্রযুক্তি শিল্পকে সংকুচিত করার হুমকি। এর ফলে শুধু হুয়াওয়ে নয়, আর্ন্তজাতিক বাজারেই তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তবে এই পরিস্থিতি মোকাবেলা ও সংকট সমাধানের প্রচেষ্টায় হুয়াওয়ে পিছিয়ে থাকবে না।'  

তিনি জানান, হুয়াওয়ের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের মাইক্রোচিপ সবরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের পরিমাণ  প্রায় ১৮.৭ বিলিয়ন ডলার।  

তিনদিনের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের প্রায় দুই হাজার তথ্যপ্রযুক্তি গবেষক ও বিশ্লেষক অনলাইনে অংশ নিচ্ছেন। এ ছাড়া বিশ্বের তথ্যপ্রযুক্তিখাতের বৃহৎ সেবাদাতা কোম্পানিগুলোর প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।  আগামী ২০ মে সম্মেলন শেষ হবে।

সূত্র : সমকাল
এম এন  / ১৮ মে

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে