Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২১-২০২০

টাঙ্গাইলে নতুন করে তিনজনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে নতুন করে তিনজনের করোনা শনাক্ত

টাঙ্গাইল, ২২ মে- টাঙ্গাইলের নতুন করে তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জন। আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি মির্জাপুর উপজেলায়। আরেকজনের বাড়ি গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামে।

বৃহস্পতিবার (২১ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ মে পাঠানো ২৪৮ নমুনা থেকে সর্বশেষ পাওয়া ফলাফলে এই তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ১৭ মে পাঠানো নমুনা থেকে সর্বশেষ গতকালের একজনসহ আজকের তিনজন নিয়ে মোট চারজনের করোনা শনাক্ত হলো।

ডা. আজিজুল হক বলেন, টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৪২৬৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৬৭০ জনের ফলাফল এসেছে নেগেটিভ। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। মৃতুবরণ করছেন চারজন। সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ২০ জন। আইসোলেশনে কোনো রোগী না থাকলেও হোম কোয়ারেন্টিনে আছেন ১৮৪৩ জন। বৃহস্পতিবারের সর্বশেষ পাঠানো ১২৩টি নমুনাসহ মোট ৫০৫টি নমুনা ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২২ মে

টাঙ্গাইল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে