Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৯ আগস্ট, ২০২০ , ২৫ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৪-২০২০

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২৯ গ্রামে আজ ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ২৯ গ্রামে আজ ঈদ

শরীয়তপুর, ২৪ মে - শরীয়তপুরের ছয় উপজেলার ২৯টি গ্রামে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হজরত সুরেশ্বরী (র.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন।

জেলার বেশ কয়েকটি স্থানে মসজিদে ছোট আকারে ঈদের জাময়াত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ঈদের প্রধান বড় জামাত হয় নড়িয়া উপজেলায় অবস্থিত সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে। কিন্তু করোনাভাইরাসের কারণে এ বছর সুরেশ্বর দরবার শরিফের পবিত্র দায়রা শরিফ জামে মসজিদে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যে শনিবার (২৩ মে) চাঁদ দেখা যাওয়ায় রোববার ওইসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দারবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (র.) এর অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করছেন।

সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, সুরেশ্বর দরবার শরিফের পবিত্র দায়রা শরিফ জামে মসজিদে রোববার সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয়টি উপজেলার ২৯টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঘরোয়াভাবে ঈদুল ফিতর উদযাপন করছেন।

হজরত সুরেশ্বরী (র.) এর অনুসারীরা জানান, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৪ মে

শরীয়তপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে