Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ জুলাই, ২০২০ , ২১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৭-২০২০

কুমিল্লায় ২০ জনপ্রতিনিধিসহ করোনায় আক্রান্ত সাত শতাধিক

কুমিল্লায় ২০ জনপ্রতিনিধিসহ করোনায় আক্রান্ত সাত শতাধিক

কুমিল্লা, ২৭ মে- কুমিল্লা জেলায় এ পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপরেশানের কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ বিশ জনপ্রতিনিধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ তার কার্যালয়ের চারজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবও করোনায় আক্রান্ত।

সিভিল সার্জন জানান, বুধবার জেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। 

এদিকে কুমিল্লা শহরের বজ্রপুরে করোনায় মারা যাওয়া এক সিমেন্ট ব্যবসায়ীর গ্রামের বাড়ি হেমজুরায় আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওই সিমেন্ট ব্যবসায়ীর ভাইও রয়েছেন।

করোনা শনাক্ত হওয়া কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেন, জনপ্রতিনিধি হিসেবে নিজে সরকারি ত্রাণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিকল্প নেই। এছাড়া বিভিন্ন ইউনিয়নে বিধবা ও বয়স্ক ভাতা প্রদানের কাজেও তদারকি করতে হয়েছে। দ্রুত সুস্থ হয়ে যাতে আবার ত্রাণ বিতরণের কাজে ফিরতে পারেন- এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উপজেলাগুলোর মধ্যে করোনা আক্রান্ত হয়েছে- দেবিদ্বারে ১১ জন, নাঙ্গলকোটে ৫ জন, সিটিতে একজন, সদর দক্ষিণে ৭ জন, সদরে চারজন, মনোহরগঞ্জে দু'জন, ব্রাহ্মণপাড়ে দু'জন, বরুড়ায় একজন, বুড়িচংয়ে একজন।

সূত্র : সমকাল
এম এন  / ২৭ মে

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে