Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ , ২৫ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-২৮-২০২০

আম্ফানের প্রভাবে কেশবপুরে বিদ্যুতের নাকাল অবস্থা

আম্ফানের প্রভাবে কেশবপুরে বিদ্যুতের নাকাল অবস্থা

যশোর, ২৮ মে- যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পল্লী বিদ্যুতের শতাধিক পোল ভেঙে পড়ায় গ্রাহকদের বিপাকে পড়তে হয়েছে। এখনো পর্যন্ত অনেক গ্রাহককে বিদ্যুৎবিহীন অবস্থায় রাত কাটাতে হচ্ছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ৯৫টি পোল ভেঙে ও উপড়ে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৬৩টি মিটার। ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে ১২টি। এছাড়াও ১ হাজার ৯৩ কিলোমিটার তারও ক্ষতিগ্রস্ত হয়।

কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার গ্রাহক শাহিনুর রহমান জানান, তাদের বাড়িতে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ আসেনি। তাদেরকে বিদ্যুৎবিহীন অতিকষ্টে রাত্রি যাপন করতে হচ্ছে।

পল্লী বিদ্যুৎ কেশবপুর অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল লতিফ জানান, ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বিদ্যুতের খুটি ভেঙে ও তার ছিড়ে ব্যাপক ক্ষতি হয়। উপজেলার ৭৫ হাজার গ্রাহকের মধ্যে অধিকাংশই বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। দুই এক দিনের মধ্যেই বাকি গ্রাহকদেরও বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে।

সূত্র : কালের কণ্ঠ
এম এন  / ২৮ মে

যশোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে