Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৫-৩০-২০২০

সুনামগঞ্জে র‍্যাব-পুলিশসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে র‍্যাব-পুলিশসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ, ৩০ মে- সুনামগঞ্জে র‍্যাব-পুলিশসহ আরও ১৭ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের পুলিশ সদস্য পাঁচজন, আগে আক্রান্ত হওয়া এক পুলিশ সদস্যের পরিবারের তিনজন, র‍্যাব-৯ এর একজন সদস্য, সুনামগঞ্জ সদর উপজেলার একজন , ছাতক উপজেলার তিনজন বিশ্বম্ভপুর উপজেলার তিনজন ও জগন্নাথপুর উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ১৭ জন। যার মধ্যে র‍্যাব-পুলিশও রয়েছেন। নতুন আক্রান্তদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৩০ মে

সুনামগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে