Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৮ আগস্ট, ২০২০ , ২৪ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৮-২০২০

মাদারীপুরে নতুন ২১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২১৪

মাদারীপুরে নতুন ২১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২১৪

মাদারীপুর, ৯ জুন- মাদারীপুরে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। 

সোমবার(৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

নতুন আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদরের ১১, কালকিনিতে তিন, রাজৈরে এক ও শিবচর উপজেলার ছয়জন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২১ জনের ফলাফল পজিটিভ ও অন্যদের নেগেটিভ পাওয়া গেছে। 

জেলায় মোট আক্রান্ত ২১৪ জনের মধ্যে সদরে ৫৯, শিবচরে ৪৪, রাজৈরে ৬৬ ও কালকিনি উপজেলায় ৪৫ জন। আক্রান্তদের মধ্যে সোমবার সাত জনসহ ৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন ১২১ জন ও মারা গেছেন তিনজন। 

মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে জেলায় নতুন করে করোনা সংক্রমণ আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১ জন। 

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/৯ জুন

মাদারীপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে