Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৫ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১০-২০২০

নোয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩২ জনের করোনা শনাক্ত

নোয়াখালী, ১০ জুন- নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, আনসার ও শিক্ষার্থীসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০১ জনে। 

বুধবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, সুবর্ণচরে ৬ জন ও কবিরহাটে ৩ জন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. নীলিমা ইয়াছমিন জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আব্দুর রহিমসহ ২৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের শারীরিক স্থিতিশীলতা থাকায় হোম আইসোলেশনে রাখা হয়েছে। 

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা জানান, গত ২৪ ঘণ্টায় সুবর্ণচরে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন আনসার সদস্য রয়েছেন। আক্রান্তদের বাসস্থান লকডাউন করে হোম আইসোলেশনে রাখা হয়েছে। 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. সাইফ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টয় এখানে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী রয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। 

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১০১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২৯৬ জন, সুবর্ণচরে ৩৪ জন, হাতিয়ায় ৯ জন, বেগমগঞ্জ উপজেলায় ৪৮০ জন, সোনাইমুড়ী উপজেলা ৫৫ জন, চাটখিলে ৭১ জন, সেনবাগে ৬৭ জন, কোম্পানীগঞ্জে ৯ জন ও কবিরহাটে ৮০ জন।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান,  সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহিম গত কয়েকদিন থেকে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। সোমবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাতে আসা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং ভালো আছেন। 

তিনি আরও বলেন, লোক সমাগমের মধ্যে কাজ করতে গিয়ে পুলিশ করোনায় আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত জেলায় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য করোনা আক্রান্ত হয়েছে।

সূত্র : সমকাল
এম এন  / ১০ জুন

নোয়াখালী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে