Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৭ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-১৪-২০২০

হাওরের পানিতে ভেসে উঠল দুই বোনের লাশ

হাওরের পানিতে ভেসে উঠল দুই বোনের লাশ

সুনামগঞ্জ, ১৪ জুন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে মুসলিমা খাতুন (৪) ও রহিমা খাতুন (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকখতা গ্রামের কলকখতা হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মুসলিমা খাতুন ও রহিমা খাতুন কলকখতা গ্রামের সুরুজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে কলকখতা গ্রামের আমপাড়া হাঁটির পাশে হাওরে ঠেলা জাল দিয়ে খেলার ছলে মাছ ধরতে যায় মুসলিমা ও রহিমা। পরবর্তীতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পাশের বাড়ির শহীদ মিয়া ও তার স্ত্রী জানান হাওরে মাছ ধরতে গেছে। পরে সেখানে গিয়ে দেখা যায় দুই বোন পানিতে ভাসছে। দুইজনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিবারের লোকজনকে না জানিয়ে দুই শিশু জাল নিয়ে হাওরে মাছ ধরতে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/১৪ জুন

সুনামগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে