Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.2/5 (9 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২০-২০২০

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ব্রাসিলিয়া, ২০ জুন- ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। 

যুক্তরাষ্ট্রের পর করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ব্রাজিলে শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ৯১৩।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ হাজার ২০৬ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯৫৪ জনে। 

ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে করোনা পরীক্ষার হার কম। এজন্য বাস্তবতার চেয়ে কম রোগী শনাক্ত হচ্ছে। যথাযথ পরীক্ষা হলে আরও অনেক বেশি করোনা রোগী শনাক্ত হতো।

আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় চাপ পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর। ইতোমধ্যেই দেশটির বৃহত্তম শহর সাও পাওলোর স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ব্রুনো কোভাস।

এমন পরিস্থিতির মধ্যেই দেশের অর্থনীতি ফের সচল করতে মরিয়া ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তিনি করোনাভাইরাসকে ‘সাধারণ ফ্লু’ বলে মন্তব্য করেছেন। তার নীতির কারণে করোনা মহামারির মধ্যেই মন্ত্রিসভা ছেড়েছেন অন্তত দুইজন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের অন্তত ১৮৮টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়েছে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৪১ হাজার ১২০ জন, আর মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৪৬৮ জন।

সূত্র : সমকাল
এম এন  / ২০ জুন

দক্ষিণ আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে