Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ , ২১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৬-২০২০

ঢাবিছাত্রী সুমাইয়া হত্যায় গ্রেফতার স্বামী-শ্বশুর রিমান্ডে

ঢাবিছাত্রী সুমাইয়া হত্যায় গ্রেফতার স্বামী-শ্বশুর রিমান্ডে

নাটোর, ২৬ জুন- নাটোর শহরের হরিশপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলার মূল আসামি স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার নাটোর থানার এসআই নজরুল ইসলাম মোস্তাক ও জাকির হোসেনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিকালে শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে পুলিশ শাশুড়ি সৈয়দা মালেকা সুলতানা এবং ননদ যুথিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে বিচারক আগামি রোববার শুনানির দিন ধার্য্য করেছেন।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে চাহিদামত টাকা না পাওয়ায় বেকার মোস্তাক বেপরোয়া হয়ে ওঠের। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বার বার সুমাইয়াকে চাপ দেন। কিন্তু বাবার মৃত্যুর পর সুমাইয়া তার স্ট্রোকে আক্রান্ত মায়ের কাছে টাকা না চেয়ে নিজেই কিছু একটা করার চিন্তা করছিলেন। এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। মেধাবী সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যারয়ের ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন। তিনি অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তির্ণ হয়েছেন। গত বুধবার স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৪৪ পেয়ে প্রথম শেণিতে উত্তির্ণ হন। কিন্তু এই ফলাফল পাওয়ার আগেই সুমাইয়াকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে। সুমাইয়াকে হত্যা করে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় সুমাইয়ার মা সোমবার গভীর রাতে নাটোর থানায় মোস্তাকসহ ৪ জনকে অভিযুক্ত করে হত্যামামলা দায়ের করেন।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা দ্রুতই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করব।

এম এন  / ২৬ জুন

নাটোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে