Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১২ আগস্ট, ২০২০ , ২৮ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০২-২০২০

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

ঢাকা, ০২ জুলাই- এবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি গতকাল (১ জুলাই) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কয়েকদিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশন এ থাকলেও গতকাল তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’

জাহিদ ফারুক বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরে গেছেন।

সূত্র : জাগো নিউজ
এম এন  / ০২ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে