Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ , ৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২৫-২০২০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার, ২৫ জুলাই - কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে উপজেলার হ্নীলার ছুড়িখাল এমজি চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল চেকপোস্ট সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় টহল দলের সদস্যরা তিনজন ব্যক্তিকে সাঁতার কেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।  ইয়াবা পাচারকারীরা নদীর তীরে ওঠার সময় বিজিবির উপস্থিত টের পেয়ে গুলি ছুড়লে বিজিবির তিন সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যান।

আরও পড়ুন: কক্সবাজারে ৬০০ পরিবার পাচ্ছে ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের’ ফ্ল্যাট

তিনি জানান, গোলাগুলি থেমে গেলে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে দু’জন ইয়াবা পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে আহত বিজিবি সদস্যসহ ও গুলিবিদ্ধ দুই  ইয়াবা পাচারকারীকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্যদের চিকিৎসা দেন। আর গুলিবিদ্ধ দুই ইয়াবা পাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসক গুলিবিদ্ধ দুই ইয়াবা পাচারকারীকে মৃত ঘোষণা করেন।  

সরকারি দায়িত্বে বাধা দেওয়া ও অবৈধ মাদক পাচারের আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির সিও ফয়সল।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২৫ জুলাই

কক্সবাজার

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে