Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ১০ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২৬-২০২০

কুমিল্লায় নতুন ৩৫ জনের করোনা পজিটিভ, মৃত্যু ২

কুমিল্লায় নতুন ৩৫ জনের করোনা পজিটিভ, মৃত্যু ২

কুমিল্লা, ২৭ জুলাই - কুমিল্লা জেলায় রবিবারে নতুন করে আরও ৩৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৮ জনে। রবিবার (২৬ জুলাই) সিটি করপোরেশনের ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩৫ জন হলো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৪ জন, চৌদ্দগ্রামে ১ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, নাঙ্গলকোটে ৬ জন ও সদর দক্ষিণে ৩ জন।

আজকের রিপোর্টে ৬৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। আদর্শ সদরে ৭ জন, সদর দক্ষিণে ৮ জন, নাঙ্গলকোটে ৪ জন ও সিটি করপোরেশনে ৪৫ জন। রবিবার (২৬ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

আরও পড়ুন: গাড়িচাপায় কিশোর নিহত

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪১৯ জন, মুরাদনগর ২৯৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪০০ জন, লাকসামে ৩৪৫ জন, চান্দিনায় ২৪০ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ২০৮ জন, বুড়িচংয়ে ২২৬ জন, মনোহরগঞ্জে ১৫০ জন, ব্রাহ্মণপাগায় ৭২ জন, নাঙ্গলকোটে ৩৪৪ জন, হোমনায় ৯৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৫ জন, চৌদ্দগ্রামে ৪৭৬ জন, আদর্শ সদরে ১৯১ জন, মেঘনায় ৫৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৫৪০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৪৫২ জনের। এর মধ্যে ৫ হাজার ২০৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩৫ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ১৭৪ জন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ জুলাই

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে