Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ , ৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০২-২০২০

আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন

আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন

চাঁদপুর, ০২ আগস্ট - চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারের জানাযা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

রবিবার শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে নামাজে জানাযায় সীমিত সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফারুক।

আরও পড়ুন: শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নামাজে জানাযার পূর্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন প্রমুখ। টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মরহুমের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ড. আবু আলী ইবনে সিনা শুভ।

বক্তব্যের পূর্বে গার্ড অফ অনার প্রদান করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে শেষ শ্রদ্ধা জানানো হয়। শনিবার বিকেলে বাবুরহাটের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০২ আগস্ট

চাঁদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে