Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৪-২০২০

১০০ কোটির বেশি শিক্ষার্থী করোনায় ক্ষতিগ্রস্ত

১০০ কোটির বেশি শিক্ষার্থী করোনায় ক্ষতিগ্রস্ত

শিক্ষাখাতের ইতিহাসে সবচেয়ে বড় আকারের ক্ষতি করে যাচ্ছে করোনা মহামারী। জাতিসংঘ জানিয়েছে, ১০০ কোটির বেশি শিক্ষার্থী এই সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার জানান, করোনা ছড়িয়ে পড়ার পর থেকে ১৬০টির বেশি দেশে স্কুল-কলেজ বন্ধ করা হয়। দেশগুলোতে ৪ কোটির মতো শিশু প্রাক-প্রাথমিক থেকে ঝড়ে পড়বে।

‘এখন আমরা প্রজন্মের বিপর্যয়ের মুখে পড়েছি,’ মন্তব্য করে গুতেরেস বলেন, ‘এই ক্ষতি আমাদের সম্ভাবনার অবর্ণনীয় ক্ষতি করছে।’

মহামারীর সময় স্কুল বন্ধ থাকলেও অনেক দেশ অনলাইনে শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে খুব একটা সফলতা আসেনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৩৬৯ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।

জুলাই মাসে করোনা সবচেয়ে বেশি ভুগিয়েছে। এই এক মাসে প্রায় ৭০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়!

৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।

এম এন  / ০৪ আগস্ট

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে