Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৩০ মে, ২০২০ , ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (85 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৯-২০১২

কুয়েতে কবুতর পরিচর্যায় নিয়োজিত অনেক বাংলাদেশি

তাজনীন মাহমুদ


কুয়েতে কবুতর পরিচর্যায় নিয়োজিত অনেক বাংলাদেশি
কুয়েতে ভিন্নধর্মী পেশা কবুতর পরিচরযায় নিয়োজিত অনেক বাংলাদেশি শ্রমিক। কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকরা মূলত দক্ষ ও অদক্ষ শ্রমিক হিসেবে নিয়োজিত আছে । তারা বিভিন্ন প্রকার নির্মান কাজ, পরিসেবা খাত, ক্ষেত খামার এবং বাসা বাড়িতে কাজ করে । এই রকম একটি পেশা হচ্ছে কবুতর লালন পালন ।
কুয়েতের ধনী পরিবারগুলো মূলত শখবসত বিভিন্ন প্রকার কবুতর লালন পালন করে। তারা এই সকল কবুতর পরিচরযা করার জন্য বাইরে থেকে শ্রমিক নিয়ে যায়। এই শ্রমিকদের বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয় । বর্তমানে বাংলাদেশি প্রায় কয়েক হাজার শ্রমিক এই পেশায় জড়িত বলে জানা যায় । তুলনামূলকভাবে কম পরিশ্রম ও বেতন ভাল হওয়ায় শ্রমিকরা এই খাতে আগ্রহী । প্রধানত মালিকের চাহিদামত কবুতরগুলো দেখাশুনা করা, খাবার খাওয়ানো, কবুতরের বাসস্থান পরিষ্কার রাখা, কবুতরের পায়ের রিং যাথাযতভাবে আছে কিনা তা দেখা, কোন কবুতর অসুস্থ হয়ে গেছে কিনা তা মালিককে জানানো হচ্ছে প্রাধান কাজ । এছাড়াও বার্ষরিক কবুতর প্রতিযোগিতার জন্য কবুতরগুলোকে তৈরি করতে হয় । এই রকম একজন শ্রমিক  চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোঃ আবুল কালাম যিনি প্রায় পনের বছর ধরে কুয়েতে অবস্থান করে এই পেশায় জড়িত । তিনি বলেন, কবুতর দেখাশুনা করার কাজটি তুলনামূলক কম পরিশ্রমের এছাড়া বেতনও ভাল মাসিক বেতন ১৫০-২০০ দিরহাম এবং বিভিন্ন প্রতিযোগিতায় জিতলে মালিকরা সন্তুষ্ট হয়ে পুরষ্কার দেয় । ফলে কাজ করে আরাম । তিনি আরো বলেন, মালিকরা মূলত দুই তিন বছর অন্তর ছুটি দেয় দেশে আসার জন্য । মালিকরা আর কি সুবিধা দেয় জানতে চাইলে তিনি জানান থাকার  ব্যবস্থা মালিক করে দেন তবে খাবারের ব্যবস্থা নিজ থেকে রান্না করে খেতে হয় । এই পেশায় জড়িত আরেক জন শ্রমিক মোঃ আজগর(বাঁশখালি) যিনি প্রায় ১৮ বছর যাবত এই পেশায় আছেন বলে তিনি জানান । তার কাছে এই পেশা সম্পর্কে জানতে চাইলে
তিনি বলেন, মাঝে মাঝে কিছু সমস্যায় পড়তে হয় । বিশেষ করে কবুতর প্রতিযোগিতায় হেরে গেলে, তাছাড়া অসাবধানতাবসত কবুতর হারিয়ে গেলে মালিকের
কাছে জবাবদিহীতা করতে হয় । অনেক সময় বেতন থেকে টাকা  কেটে রেখে দেয়। আরেকটা সমস্যা হল প্রথম প্রথম ভাষার সমস্যাটির সম্মুখিন হতে হয় । এর বাইরে এই পেশায় আর তেমন কোন সমস্যায় পড়তে হয় না বলে তিনি জানান ।

কুয়েত

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে