Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.7/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১১-২০১২

বছরের প্রথম ছবিতে ‘মুক্তিযোদ্ধা’ ফেরদৌস

বছরের প্রথম ছবিতে ‘মুক্তিযোদ্ধা’ ফেরদৌস
চলচ্চিত্রাভিনেতা ফেরদৌস ২০১১ সালে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে রয়েছে অন্তর্ধান, ৬৯ পাতলা খান লেন, তখন বসন্ত, হঠাত্ সেদিন, জলরং এবং নিজের প্রযোজনায় এক কাপ চা ছবিটি। এ বছর তাঁর প্রথম ছবি শোভনের স্বাধীনতা। ৬ জানুয়ারি থেকে শোভনের স্বাধীনতা চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। আর বছরের প্রথম এ ছবিতেই একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। তিনি জানিয়েছেন, এর আগে মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে তিনি অভিনয় করেছেন ঠিকই, কিন্তু এবারের চরিত্রটি মুক্তিযোদ্ধার।
ছবির কাহিনি সম্পর্কে ফেরদৌস বলেন, ‘ছবির গল্পে কিশোরদের অংশগ্রহণের ব্যাপারটি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে তাদের উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া, সঙ্গে নিয়ে যুদ্ধ করা—সব মিলিয়ে পুরো ব্যাপার দারুণ মনে হচ্ছে।’
রশীদ হায়দারের উপন্যাস শোভনের স্বাধীনতা অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মানিক মানবিক। তথ্য মন্ত্রণালয়ের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ১৯৭১ সালে পাকিস্তান সরকার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানায়। এর মধ্য দিয়ে তারা বিশ্বের কাছে তুলে ধরতে চায়, এখানে সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় একদল কিশোর। তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন মুক্তিযোদ্ধারা।
পরিচালক মানিক মানবিক জানান, ঢাকার বেঙ্গল স্টুডিওতে ছবিটির শুটিং শুরু হয়েছে। প্রতিবাদী কিশোরদের ভূমিকায় অংশ নিচ্ছে নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৩ জন ছাত্র। শোভনের চরিত্রে অভিনয় করছে রাইয়ান।
মানিক মানবিক বলেন, শোভনের স্বাধীনতা ছবিটি একই সঙ্গে কিশোর ও বড়দের গল্প নিয়ে নির্মিত হচ্ছে।
এ চলচ্চিত্রে ফেরদৌস ছাড়া আরও অভিনয় করছেন নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, খায়রুল আলম সবুজ, আতাউর রহমান, চিত্রলেখা গুহ প্রমুখ।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে