Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৬ জুলাই, ২০২০ , ২১ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-০৪-২০১২

পদ হারালেন তালিকাভুক্ত ৯৮ কোম্পানির ৩৩৫ পরিচালক

পদ হারালেন তালিকাভুক্ত ৯৮ কোম্পানির ৩৩৫ পরিচালক
দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯৮টি কোম্পানির ৩৩৫ জন পরিচালক পদ হারিয়েছেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন অনুযায়ী গত ২১ মে তাদের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য (ক্যাজুয়ালি ভ্যাকেনসি) হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোকে সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং পরিচালকদের পৃথকভাবে নূ্যনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এর বিরুদ্ধে পরিচালকদের করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়ায় এসইসির প্রজ্ঞাপন বৈধতা পেয়েছে। সে অনুযায়ী গত ২১ মে পরিচালকদের শেয়ার কেনার ৬ মাসের সময়সীমা শেষ হয়। এরপর ডিএসইকে কোম্পানির সর্বশেষ তথ্য গত ৩১ মের মধ্যে জানাতে চিঠি দেয়া হয়। এ সময়ের মধ্যে ডিএসই ২০৯টি কোম্পানির তথ্য জমা দিয়েছে, বাকি ২৬টি কোম্পানি তথ্য প্রদানে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, তথ্য জমা দিতে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে ডিএসই থেকে তাদের আবারো তথ্য জানানোর জন্য চিঠি দেয়া হবে। ডিএসই সূত্রে জানা গেছে, তথ্য জমা দেয়া ২০৯টি কোম্পানির মধ্যে ৯৮টির ৩৩৫ জন পরিচালকের শেয়ার ধারণ ২ শতাংশের নিচে রয়েছে। ১১১টি কোম্পানির পরিচালক কোটা পূরণ করেছেন। এছাড়া ২০৯টির মধ্যে আবার ৩৯টি কোম্পানির সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এসব কোম্পানি রাইট ইস্যু কিংবা পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন পাবে না। যে সব কোম্পানির পরিচালকরা পদ হারাচ্ছেন তাদের মধ্যে রয়েছে_ অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের ১ জন, আফতাব অটো মোবাইলসের ১, অগি্ন সিস্টেমের ১, এএমসিএলের ১, আল-আরাফা ইসলামী ব্যাংকের ১, আল-হাজ টেক্সটাইলের ১, আনলিমা ইয়ার্নের ১, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১, এ্যাপেক্স এ্যাডেলচির ১, এ্যাপেক্স স্পিনিংয়ের ২, এ্যাপক্সে ট্যানারির ১, বিজিআইসির ৪, বিডি থাইয়ের ২, বরকতউল্লাহর ১৪, বে লিজিংয়ের ৫, বিডি কমের ৩, বিচ হ্যাচারির ১, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫, ডেফোডিল কম্পিটারের ১, দেশ গার্মেন্টসের ১, ঢাকা ব্যাংকের ৩, দুলামিয়া কটনের ২, ইস্টার্ন ক্যাবলের ৪, এক্সিম ব্যাংকের ৮, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২, ফাস ফাইন্যান্সের ১, ফাইন ফুডের ৩, ফু-ওয়াং সিরামিকের ৩, ফু-ওয়াং ফুডের ৩, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬, গোল্ডেন সনের ১, জিকিউ বলপেনের ৪, জিএসপি ফাইন্যান্সের ৩, আইএফআইসি ব্যাংকের ২, ইনফরমেশন সার্ভিসের ৮, ইনটেক অনলাইনের ১, ইসলামী ব্যাংকের ৫, ইসলামী ইন্স্যুরেন্সের ৯, যমুনা ব্যাংকের ৩, জনতা ইন্স্যুরেন্সের ৯, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫, কে অ্যান্ড কিউয়ের ২, কেয়া কসমেটিকের ৩, কোহিনূর কেমিক্যালসের ২, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১, ম্যাকসন স্পিনিংয়ের ২, মেঘনা সিমেন্টের ২, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬, মার্কেন্টাইল ব্যাংকের ১১, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২, মাইডাস ফাইন্যান্সের ১, মুন্নু সিরামিকসের ২, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩, ন্যাশনাল ব্যাংকের ২, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯, ন্যাশনাল টি কোম্পানির ২, নাভানা সিএনজির ১, এনসিসি ব্যাংকের ৬, নর্দার্ন জুটের ৩, পদ্মা ইসলামী লাইফের ২, পিপলস ইন্স্যুরেন্সের ৯, ফিনিক্স ফাইন্যান্সের ২, ফিনিক্স ইন্স্যুরেন্সের ১, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২, পপুলার লাইফের ৮, প্রগতি ইন্স্যুরেন্সের ১, প্রাইম ফাইন্যান্সের ২, প্রাইম ইন্স্যুরেন্সের ২, প্রাইম ইসলামী লাইফের ৪, প্রাইম টেক্সটাইলের ৪, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫, পূবালী ব্যাংকের ২, পূরবী জেনারেলের ৩, কাশেম ড্রাইসেলের ১, আরএন স্পিনিংয়ের ৩, রহিম টেক্সটাইলের ১, রংপুর ডেইরি ফুডের ৪, রূপালী ইন্স্যুরেন্সের ১, রূপালী লাইফের ৪, সলভো কেমিক্যালের ৫, সমতা লেদারের ২, এসআইবিএলের ১৫, সোনালী অাঁশের ১, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১, সোনারগাঁও টেক্সটাইলের ১, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১, স্কয়ার টেক্সটাইলের ৩, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩, স্ট্যান্ডার্ড সিরামিকের ২, সামিট পাওয়ারের ১, তাকাফুল ইন্স্যুরেন্সের ৬, ইবনে সিনার ২, প্রিমিয়ার ব্যাংকের ৩, ইউনাইটেড এয়ারের ১৪, ইউসিবিএলের ১১, উত্তরা ব্যাংকের ৭ ও জাহিন টেক্সটাইলের ৩ জন পরিচালক। সম্মিলিতভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার থাকা কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ১৩.৯০ শতাংশ, অ্যাকটিভ ফাইন ১৬.০৩ শতাংশ, অগি্ন সিস্টেমস ১২.৭৫ শতাংশ, আলহাজ টেক্সটাইল ২৭.৩১ শতাংশ, আনলিমা ইয়ার্ন, এপেক্স এডেলসি ফুটওয়্যার ১২.৬৯ শতাংশ, এপেক্স স্পিনিং, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি ২৪.৪১ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ২৪.৩২ শতাংশ, বাংলাদেশ সার্ভিস, বাংলাদেশ থাই এলুমিনিয়াম ১৮.৬৬ শতাংশ, বরকতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক ২৬.৮১ শতাংশ, বিডিকম অনলাইন ২১.২৯ শতাংশ, বেক্সিমকো ফার্মা ১৭.৯৮ শতাংশ, সিএমসি কামাল ২৬.৭৬ শতাংশ, কনফিডেন্স সিমেন্ট ২৩.৪৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ২৮.২৭ শতাংশ, ফাইন ফুড ৯.৩৭ শতাংশ, ফুওয়াং সিরামিক ১৯.২৩ শতাংশ, ফুওয়াং ফুড ৬.৩৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ২০.০৯ শতাংশ, ইনটেক অনলাইন ২.৫৬ শতাংশ, যমুনা ওয়েল ৬.০৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ২২.০৮ শতাংশ, লঙ্কা বাংলা ফিন্যান্স শতাংশ, ম্যাকসন স্পিনিং ২৬.২৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৮.২৬ শতাংশ, মেট্রো স্পিনিং ২৭.২১ শতাংশ, ন্যাশনাল টি ১.০১ শতাংশ, পূবালী বাংক ১৬.৮৭ শতাংশ, রংপুর ডেইরি ২৭.৯২ শতাংশ, রেনাটা ০.১৪ শতাংশ, রেনইক যজ্ঞেশ্বর, সালভো কেমিক্যাল ২২.৬৯ শতাংশ, সিনো বাংলা ২৬.৯০ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ২৫.৮৫ শতাংশ, ইউনাইটেড এয়ার ওয়েজ ১২.২৪ শতাংশ, ওসমানিয়া গ্লাস .০৪৫ শতাংশ, উত্তরা ব্যাংক ১৪.২৬ শতাংশ শেয়র রয়েছে। নির্ধারিত সময়ে তথ্য জমা দিতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, এটলাস বিডি, বাংলাদেশ ওয়েল্ডিং, বাটা সু কোম্পানি, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুবরিকেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, ইমাম বাটন, লিবরা ইনফিউশন, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, নিটল ইন্স্যুরেন্স, পদ্মা ওয়েল, পাওয়ার গ্রিড, প্রগতি লাইফ, প্রগ্রেসিভ লাইফ, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সন্ধানী লাইফ, সাভার রিফ্রাকটরিজ, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ইন্স্যুরেন্স।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে