Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২৩ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (118 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৪-১৮-২০১৬

বার্সেলোনায় বাংলাদেশি পিঠা উৎসব

মিরন নাজমুল


বার্সেলোনায় বাংলাদেশি পিঠা উৎসব
উৎ​সবে ​বাহারি নানা পিঠা

মাদ্রিদ, ১৮ এপ্রিল- বার্সেলোনায় কমিউনাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়া সংগঠনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আবহমান বাংলার ঐতিহ্যময় পিঠাপুলির সমাহারে বার্সেলোনার সেন্ত্রো সিভিলের হলরুমটি বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা পরিণত হয়। প্রাণহরা, পাটিসাপটা, চিতই, রস, হাড়িপিঠা, চাপড়ি, পাতাপিঠা, চুটকি, জামদানি, দুধপোটকা ও ডিম চিতলসহ আরও নানা বাহারি নামের পিঠা ছড়িয়ে থাকে টেবিলময়।


উৎ​সবে ​বাহারি নানা পিঠা

কমিউনিটির গৃহিণীদের মধ্যে যে যার পছন্দমতো পিঠা তৈরি করে এনে সমৃদ্ধ করেন পিঠা উৎসবকে। প্রদর্শনী শেষে শুরু হয় পিঠা খাওয়ার ধুম। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কোমলমতি শিশুরা প্রবাসে থেকেও দেশের ঐতিহ্যময় পিঠার সঙ্গে পরিচিত হয়ে তার স্বাদ নেওয়ার সুযোগ পায় এই উৎসবের মাধ্যমে।

পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলা স্কুলের সভাপতি শাহ আলম, আওয়ামী লীগের কাতালুনিয়া শাখার সভাপতি নূরে জামাল, সংগঠক মোহাম্মদ কামরুল ও হানিফ শরীফসহ কমিউনিটির আরও কয়েকজন। 


উৎ​সবে ​বাহারি নানা পিঠা

কমিউনিদাদ দে বাংলাদেশ এন কাতালুনিয়া সংগঠনের কার্যকারী কমিটির সভাপতি ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মণিকা ও মহিলাবিষয়ক সম্পাদক জেবুন্নেছার তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব।

এফ/০৮:১০/১৮ এপ্রিল

স্পেন

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে