Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ , ১৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (91 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৩-২০১২

গাজীপুরে ৪০ দিনে ৫২ লাশ উদ্ধার

গাজীপুরে ৪০ দিনে ৫২ লাশ উদ্ধার
গাজীপুর: সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন কারণে গত ৪০ দিনে গাজীপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ৫২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে  চলতি আগস্টের ১০ তারিখ পর্যন্ত এ লাশগুলো উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে, গত ২ আগস্ট গাজীপুর সদর এলাকা থেকে খুলিলুর রহমান (৩০) নামে এক ঝুট ব্যবসা‍য়ী, ৪ আগস্ট সদর উপজেলার ঝাজর ও কালিয়াকৈরে ২ জন ও টঙ্গিতে ছিনতাইকারীর ঘুষিতে খলিল মিয়া (৩৫) নামে একজন, ৫ আগস্ট ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি, কালিয়াকৈরে কালামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৭) এক ব্যক্তি, ৬ আগস্ট শ্রীপুর উপজেলার ধামলই গ্রামে স্বামীর নির্যাতনে হাফিজা খাতুন (৫০) ও ভাওয়াল গাজীপুর স্টেশনে প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও, ৭ আগস্ট- দক্ষিণ সালনায় সেপটিক ট্যাংক থেকে সিয়াম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে, ৮ আগস্ট ১৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ৭টি হত্যাকাণ্ড এবং ৯ আগস্ট গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকা থেকে ৩ জনের, কালিয়াকৈর চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক নারী ও তেলিচালা এলাকায় বাহারুল ইসলাম (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, গত মাসের ৩১ জুলাই ভ্যানচাপায় কালিয়াকৈরে রুবেল (২২), ২৯ জুলাই কালিয়াকৈরের গজারী বন থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের লাশ ও একই দিন ওই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া, ২৫ জুলাই- শ্রীপুরে রুমা আক্তার সালমা (৪০) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ২৪ জুলাই-কালিয়াকৈরের তেলিচালা এলাকায় রফিক (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ২২ জুলাই- কালিয়াকৈরের ভান্নারা এলাকায় অজ্ঞাতপরিচয় (৩০)এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান এবং একই দিন স্বামীর নির্যাতনে গাজীপুরে পারভিন আক্তার ও শারমিন আক্তার নামে ২ গৃহবধূ খুন হয়।
২১ জুলাই- টঙ্গিতে শান্তা আক্তার (২২) নামে এক নারী ও এরশাদ হোসেন (২৫) নামে এক শ্রমিকসহ ২ জনের লাশ উদ্ধার হয়। ১৮ জুলাই- কালিয়াকৈরে কাজল রেখা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। একই দিন কাপাসিয়ায় সুমি আক্তার (২১) নামে এক গৃহবধূ এবং সদর উপজেলার বাঘের বাজারে জমি নিয়ে বিরোধে ৩ সহোদর খুন হয়েছেন এবং ওই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার থেকে রোকন মিয়া (২৮) নামে এক এমবিবিএস ডাক্তারের লাশ উদ্ধার হয়েছে।
১৬ জুলাই- টঙ্গিতে কিশোর ও কিশোরীসহ ২ জনের লাশ উদ্ধার এবং ১৫ জুলাই টঙ্গির সাতাইশে এক পোশাক শ্রমিক খুন হয়। ১৩ জুলাই- কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। একই দিন ধীরাশ্রমে রেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়। ১০ জুলাই- টঙ্গির রেললাইনের পাশ থেকে ২টি লাশ ও ৪ জুলাই টঙ্গিতে সাহেরা খাতুনের (৩৫)  লাশ উদ্ধার করা হয়। একই দিন কাপাসিয়ায় শ্বশুড়ের হাতে পুত্রবধূ অস্টমী রাণি দাস (২০) এবং সদরের হাতিমারায় আলমগীর হোসেন (২২) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়।
৩ জুলাই টঙ্গির বালু নদীতে নাদিয়া জান্নাত (১৯) নামে কালিগঞ্জের এক কলেজছাত্রী মারা যায়। একই দিন কাপাসিয়ার সম্মানিয়ায় কাঠালের গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। ২ জুলাই- কালিয়াকৈরের নাগচালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন মারা যায়। একই দিন গাজীপুর শহরের রথখোলায় মেলা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণের লাশ উদ্ধার এবং ১ জুলাই টঙ্গিতে বাসচাপায় ২ জন নিহত হয়।

গাজীপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে