ক্রিকেট

ম্যানচেস্টার টেস্ট করোনা আতঙ্কে স্থগিত

লন্ডন, ১০ সেপ্টেম্বর – ভারত এবং ইংল্যান্ড মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে ম্যানচেস্টার টেস্ট স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতেই সফর শেষ করল ভারত।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার পেজেও এই ঘটনা নিশ্চিত করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দলে ক্রমবর্ধমান কোভিড-আক্রান্তদের সংখ্যা নিয়ে চলমান অস্থিরতার কারণে দুঃখজনকভাবে ভারত আজ মাঠে নামতে পারছে না। সকল সমর্থক ও অংশীদারদের জানাতে চাই যে, আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত, যা অনেকের জন্যই বেশ হতাশা ও অসুবিধা বয়ে এনেছে।’

সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় সফররত ভারত। এরপর তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে ভারতকে হারিয়ে সিরিজ সমতায় ফেরে জো রুট বাহিনী। চতুর্থ টেস্টে আবারও জিতেছে সফরকারী ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

সূত্র : সমকাল
এন এইচ, ১০ সেপ্টেম্বর

Back to top button