Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৫ শ্রাবণ ১৪২৭

শামীম আজাদ

শামীম আজাদ, কবি, লেখক, যুক্তরাজ্য প্রবাসী ।
দীর্ঘ বিলেত বাস যে মানুষকে কখনো করতে পারেনি  প্রবাসী, তিনি অনাবাসী কবি শামীম আজাদ । বিলেতে পাঁজরলগ্ন করে ফিরছেন আরেকটি বাংলাদেশ। প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মিশেল মশলায় স্বকীয় ক্যানভাস তৈরীতে পারঙ্গম কবি এভাবেই মনন বি¯তারে কাজ করেছেন বিলেতের ডকল্যান্ড মিউজিয়াম, সান্ডারল্যান্ড সিটি লাইব্রেরী ও আর্টস সেন্টার, পোয়েট্রি সোসাইটি, ম্যাজিক মি, সামার ইউনিভার্সিটি, ব্রিটিশ লাইব্রেরী, ব্রমলি বাই বো, প্রেড দা ওর্য়াড, এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল সহ মূলধারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে।

সম্প্রতি প্রবাসী প্রজন্মকে দেশের মাটি সংলগ্ন রাখতে নিয়েছেন এক অবিস্মরনীয় উদ্যোগ। প্রতি ডিসেম্বরে ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত ’বিজয় ফুল’ কর্মসূচী- বুকে বিজয়ফুল পরা ও মুক্তিযুদ্ধের গল্পবলা। তার এ স্বপ্ন এখন বিলেত ছাড়িয়ে বির্হিবিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে চিরঞ্জিব রাখার জন্য হয়ে উঠেছে এক অনন্য উপায়। 
বাংলাদেশে ফ্যাশন জার্নালিজমের পথিকৃত এ সাংবাদিক, কবি দেশে এবং প্রবাসে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় অর্জন করেছেন নানা সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য, হুজ হু এওয়ার্ড  ২০০৯, চ্যানেল এস কমিউনিটি এওয়ার্ড ২০০৯, টাওয়ার হ্যামলেটস বারা সিভিক এওয়ার্ড ২০০৪, আব্দুর রব চৌধুরী পুরষ্কার ২০০৪, ও বিচিত্রা এওয়ার্ড ফর ফ্যাশন জার্নালিজম ১৯৯৫।  
বর্তমানে তিনি বিলেতের ’এ্যাপল্স এন্ড স্নেইক্স’এর আবাসিক কবি ও লেখক ও সাপ্তাহিক সুরমা, জনমত ও পত্রিকার নিয়মিত লেখক। আর দেশের দৈনিক প্রথম আলোর কলামিস্ট। 

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে